স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

সবক'টা জানালা খুলে দাও না আমি গাইব, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান। সবক'টা জানালা খুলে দাও না।
আজ আমি সারানিশি থাকব জেগে ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে।
ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান, সবক'টা জানালা খুলে দাও না।
#Bangladesh #IndependenceDay #independent #50yearsofinpendence #50years #happyindependenceday2021 #2021 #26march2021 #স্বাধীনতা #বাংলাদেশ #50বছর #অর্ধশতাব্দী #অর্ধশতাব্দীবাংলাদেশ
#s16a #s16architects #studio16architects #architects #engineers #designers
#Uttara, #Dhaka ,#bashundhara, #gulshan, #banani #Dhanmondi #dohs #Bangladesh , #Architects , #Engineers , #designer, #RAJUK , #CDA , #Chittagong #Development #Authority (#CDA) , #RAJUK (#Rajdhani #Unnayan #Kartripakkha) #land #plot #landdevelopment #plotdevelopment #building #buildingdesign #buildingconstruction #construction #contractor #consultant
#ঢাকা , #ঢাকাবিভাগ , #বাংলাদেশ, #চট্টগ্রাম , #সিলেট ,#রাজধানীউন্নয়নকর্তৃপক্ষ ( #রাজউক ) ,#চট্টগ্রামউন্নয়নকর্তৃপক্ষ #সিডিএ